প্রেস বিজ্ঞপ্তি : অদ্য ২৪-১০-২০২৫ ঈসাব্দ শুক্রবার বাদ জুমআ জেলা ইমাম পরিষদ যশোরের উদ্যোগে দড়াটানা ভৈরব চত্বরে মসজিদের ইমাম ও খতীবকে অপহরণের প্রতিবাদ, হিন্দুত্ববাদী আগ্রাসন বন্ধ এবং ইসকন নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। বক্তারা ইসকন নিষিদ্ধ ঘোষণা, টঙ্গীতে ইমাম গুমের ঘটনায় দায়ীদের গ্রেপ্তার, গাজীপুর ধর্ষণ মামলার দ্রুত বিচার এবং রাষ্ট্রীয় নীরবতার নিন্দা জানান। ইসকন নিষিদ্ধের দাবি জানিয়ে সমাবেশে নেতৃবৃন্দ
বলেন, “হিন্দুত্ববাদী জঙ্গী সংগঠন ইসকন দেশ বিরোধী চক্রান্তে লিপ্ত। দেশে এই সংগঠনের
সকল কার্যক্রম বন্ধসহ অবিলম্বে বাংলাদেশে ইসকন নিষিদ্ধ করতে হবে। উগ্রবাদী এই
সংগঠনের সঙ্গে জড়িতরা গভীর ষড়যন্ত্র ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। এই ষড়যন্ত্রের সঙ্গে
জড়িত ইসকনের কর্মী-সমর্থকদের দ্রুত গ্রেফতার ও সঠিক বিচার নিশ্চিত করতে হবে।
যশোরের আলেম-উলামাসহ শান্তিপ্রিয় সাধারণ নাগরিকদের সময়ের দাবী উগ্রবাদী
সংগঠনটি নিষিদ্ধ করা। ফ্যাসিস্ট পরাজিত শক্তি এদেশে সংখ্যালঘুদের একটি অংশকে ব্যবহার
করে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির পায়তারা চালাচ্ছে।”
নেতৃবৃন্দ আরো জানান, “ইসকনের বিরুদ্ধে কথা বলায় টঙ্গিতে খতিব সাহেবকে অপহরণ
করা হয়েছে। এ ঘটনায় রাষ্ট্র চুপ করে আছে, প্রশাসন অপরাধীদের রক্ষা করছে। সুশীল সমাজ
বা রাজনীতিবিদদের কেউই দায়িত্ব নিচ্ছে না। আমরা বিচারের দাবিতে এসেছি। সরকার
ন্যায়বিচার করলে আমরা শান্ত থাকব, কিন্তু বর্তমানে আমরা বিচার নয়, প্রহসন দেখছি। এমন
গুরুতর ঘটনায় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না।”
নেতৃবৃন্দের বিভিন্ন দাবি গুলো হলো- ১। গাজীপুর ধর্ষণের ঘটনা ঘিরে পরিস্থিতির জন্য
সংশ্লিষ্ট পুলিশ বিভাগকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং ভিকটিমের প্রতি দোষারোপ বন্ধ
করে পুলিশ ও প্রশাসনের আচরণের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে
বিচারের সম্মুখে এনে দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে; ২। টঙ্গী এলাকার
ইমাম-খতীবকে অপহরণকারী দোষীদের দৃষ্টান্তমূলকভাবে দ্রুত গ্রেপ্তার ও শাস্তির ব্যবস্থা করতে
হবে। ৩। দেশে ইসকনের সকল কার্যক্রম বন্ধ ও সংগঠনটিকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করতে
হবে। সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে চৌরাস্তা চত্বরে গিয়ে দোআ
পরিচালনার মাধ্যমে কার্যক্রম শেষ করেন। সমাবেশটি জেলা ইমাম পরিষদ যশোরের সভাপতি
মাওলানা আনোয়ারুল করীম যশোরীর সভাপতিত্বে অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে
পরিচালিত হয়।
Home
যশোর স্পেশাল টঙ্গীতে মসজিদের ইমাম ও খতীবকে অপহরণের প্রতিবাদ, হিন্দুত্ববাদী আগ্রাসন বন্ধ এবং ইসকন...















