যশোর সদরে চাঞ্চল্যকর ইজিবাইক চালক হত্যাকান্ডের প্রধান আসামী আশরাফুলকে গ্রেফতার করলো পিবিআই

0
163

প্রেস রিলিজ : যশোর জেলার কোতয়ালী থানাধীন কৃষ্ণবাটি গ্রামের আব্দুল জালাল শেখ এর পুত্র জাহিদুল ইসলাম (৪৫)
পেশায় একজন ইজিবাইক চালক। আসামী আশরাফুর ইসলাম ওরফে আশা একজন ইজিবাইক চালক। তারা উভয়ই
জেলার কোতয়ালী মডেল থানাধীন আশ্রম রোডে জনৈক ফারুকের গ্যারেজে ইজিবাইক চার্জ দিত। গত
১৮/১০/২০২৫ তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকায় ভিকটিম জাহিদুল ইসলামের সাথে আসামী আশরাফুল
ইসলাম ওরফে আশার ইজিবাইক ধৌত করাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে
আসামী আশরাফুলের হাতে ইজিবাইক চালক জাহিদুল ইসলাম হত্যাকান্ডের শিকার হন। মামলার আসামী আশরাফুল
ইসলামকে গ্রেফতার করলো পিবিআই, যশোর।
গত ১৮/১০/২০২৫ তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন আশ্রম
রোড সংলগ্ন রামকৃষ্ণ আশ্রমের সামনে পাকা রাস্তার পাশে বিবাদী আশরাফুল তার ইজিবাইক ধৌত করছিল,
তখন ভিকটিম জাহিদুল ইসলাম সেখানে গিয়ে বিবাদীর নিকট তার ইজিবাইক ধৌত করতে আর কত সময়
লাগবে জিজ্ঞাসাবাদ করলে বিবাদী ভিকটিমের উপর ক্ষিপ্ত হয় এবং তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। তর্ক-
বিতর্কের একপর্যায়ে দুইজনের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হলে বিবাদী আশরাফুল ভিকটিমের উপর ক্ষুদ্ধ হয়ে পাশে
থাকা কাঁঠের বাটাম দিয়ে ভিকটিমের মাথা লক্ষ্য করে উপর্যুপরি আঘাত করে, ভিকটিম তাৎক্ষনিক মাটিতে
পড়ে যায়। ভিকটিমের অবস্থা খারাপ হওয়ায় তাৎক্ষনিক বিবাদী ঘটনাস্থলের পাশেই থাকা গ্যাসের দোকানের একজন
কর্মচারীর সহায়তায় তার ইজিবাইকে করে ভিকটিমকে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল,
যশোরের জরুরী বিভাগে নিয়ে গিয়ে গুরুতর জখম অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। কিছুক্ষণ পরে উক্ত
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ভিকটিমের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে ভিকটিমকে মৃত ঘোষণা করেন।
ভিকটিমের ছোটভাই অহিদ শেখ বাদী হয়ে আশরাফুল ইসলাম ওরফে আশা এর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানার
মামলা নং-৪৭, তারিখ-১৮/১০/২০২৫ খ্রিঃ, ধারা-৩০২ পেনাল কোড দায়ের করেন। ঘটনার শুরু থেকে পিবিআই
ছায়া তদন্ত অব্যাহত রাখে।
গত ২৩/১০/২০২৫ খ্রিঃ মামলাটি পিবিআই, যশোর স্ব-উদ্যোগে গ্রহণ করে মামলার তদন্তভার এসআই (নিঃ) রতন
মিয়া এর উপর অর্পণ করে। তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যাকান্ডে জড়িত আসামী আশরাফুলের অবস্থান
নিশ্চিত হয়ে পিবিআই প্রধান জনাব মোঃ মোস্তফা কামাল, অ্যাডিশনাল আইজিপি, বাংলাদেশ পুলিশ
এর সঠিক তত্ত্বাবধান ও দিক নির্দেশনায়, পিবিআই যশোর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার
(অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক শ্যামল
কুমার দত্ত পিপিএম সঙ্গীয় এসআই(নিঃ)/ রতন মিয়া, এসআই(নিঃ) গুরুদাসসহ পিবিআই, যশোর জেলার
চৌকস দল কর্তৃক গত ২৩/১০/২০২৫ তারিখ রাত ১০:৩০ ঘটিকার সময় হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন
অলিপুর সাকিনস্থ স্কয়ার কোম্পানীর ফ্যাক্টরীর ০১নং গেইটের সামনে থেকে র‌্যাব-০৯, সিপিসি-০৩,
শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ ক্যাম্প এর সহায়তায় পুলিশী অভিযান পরিচালনার মাধ্যমে আসামী আশরাফুল ইসলাম ওরফে
আশা (২৭), পিতা-ইসলাম @ মোঃ রেজাউল ইসলাম, সাং-খেদাপাড়া, থানা-কালীগঞ্জ, জেলা-ঝিনাইদহ, এ/পি
সাং-আশ্রম রোড (মোঃ কামাল হোসেন এর বাড়ির ভাড়াটিয়া), থানা-কোতয়ালী, জেলা-যশোরকে গ্রেফতার
করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, বিবাদী আশরাফুল অনুমান ৫/৬ বছর যাবৎ যশোর শহরে ইজিবাইক চালায়। ঘটনার দিন
ও সময়ে উক্ত ঘটনাকে কেন্দ্র করে ভিকটিমের সাথে বিবাদীর তর্কাতর্কি হয় ও ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে
বিবাদী ইজিবাইকে থাকা কাঠের বাটাম দ্বারা ভিকিটমের মাথায় একাধিক আঘাত করে। আঘাত প্রাপ্ত হয়ে
ভিকটিম রাস্তার উপর পড়ে অজ্ঞান হয়ে যায়। তখন ঘটনাস্থলের পাশেই থাকা গ্যাসের দোকানের একজন কর্মচারীর
সহায়তায় ভিকিটমকে ইজিবাইকে করে যশোর সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। ডাক্তার
জাহিদুলকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করে, তখন ভয়ে বিবাদী হাসপাতাল থেকে পালিয়ে কালীগঞ্জ থেকে
সিলেটের বাসে করে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানা এলাকায় তার আপন কাকা শাহীন এর বাসায় যায়।
অদ্য ২৪/১০/২০২৫ খ্রিঃ বিবাদী আশরাফুল ওরফে আশা (২৭) কে জনাব জাকিয়া সুলতানা, বিজ্ঞ সিনিয়ার
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদলতে সোপর্দ করা হলে বিবাদী বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি
প্রদান করে।
মামলার তদন্ত অব্যাহত আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here