যশোরে স্বর্ণের বারসহ এক যুবক আটক

0
102

যশোর অফিস : যশোরের চাঁনপাড়া বাজার এলাকা থেকে ১৭৩.৭৬ গ্রাম ওজনের একটি স্বর্ণের বারসহ বাসার শেখ (২৩) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, আটক বাসার শেখের কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় স্বর্ণের বারটি পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে সে জানায়, ঢাকার যাত্রাবাড়ী এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল।
আটককৃত বাসার শেখ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার পদমদি গ্রামের সোহেল মোল্লার ছেলে। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ২৬ লাখ ৮৯ হাজার ১০৯ টাকা,মোবাইল ফোন ২০ হাজার টাকা ও নগদ ১ হাজার ৭২০ টাকাসহ মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ২৭ লাখ ১০ হাজার ৮২৯ টাকা।
আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here