বাঘারপাড়ায় নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দাদা গ্রেপ্তার

0
171

স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া (যশোর): যশোরের বাঘারপাড়া উপজেলায় নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার দাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মর্মস্পর্শী এ ঘটনাটি ঘটেছে উপজেলার জামদিয়া ইউনিয়নের বারবাগ গ্রামে।আটক ব্যক্তির নাম রমজান কাজী (৬০)। তিনি ওই গ্রামের শাহাদাৎ জীর ছেলে।পরিবার সূত্রে জানা গেছে, শিশুটি বাবা-মায়ের সঙ্গে নড়াইলে বসবাস করত। প্রায় ১৫ দিন আগে রমজান কাজী নড়াইল থেকে শিশুটিকে বাড়িতে নিয়ে আসেন। গত ২৮ অক্টোবর দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনি শিশুটির ওপর নির্যাতন চালান বলে অভিযোগ।পরবর্তীতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসকদের কাছে বিষয়টি ধরা পড়ে এবং ৩০ অক্টোবর ঘটনাটি জানাজানি হয়। পরে শিশুটির বাবা-মা বাঘারপাড়া থানায় অভিযোগ দাখিল করেন।বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ তাইজুল ফকির তাইজুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পায়। এরপর শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত রমজান কাজীকে গ্রেপ্তার করা হয়।তিনি আরও জানান, শুক্রবার সকালে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here