যশোরে নন এমপিও শিক্ষকদের খুলনা বিভাগীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

0
77

যশোর প্রতিনিধি: যশোরে স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য (২ই নভেম্বর) রোববার ঢাকার আন্দোলনকে সফল করার লক্ষ্যে, শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় যশোরের মুড়োলীর দানবীর হাজী মোঃ মহসিন মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে খুলনা বিভাগীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় অধ্যক্ষ মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ও মোঃ রবিউল আউয়াল রয়েলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল সেলিম মিয়া, তিনি বলেন আগামী রোববারের ঢাকার আন্দোলনকে সফল করার জন্য সকলের উপস্থিত কামনা করছি এবং সরকারের প্রতি দাবি পূরণের আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ নাজমুছ শাহাদাত আজাদী, এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ মনিমুল হক , অধ্যক্ষ মোঃ ইমরান বিন সুলাইমান, অধ্যক্ষ মোঃ আব্দুস সালাম, অধ্যক্ষ বাকী বিল্লাহ, প্রভাষক গোলাম মোস্তফাসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা থেকে আগত শিক্ষকেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here