যশোরের চা দোকানির জমি দখল ও হামলার অভিযোগ

0
184

নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলার কায়েতখালি গ্রামে জমি দখল ও হামলার অভিযোগে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দা সিহাব উদ্দীন নামের এক ব্যক্তি গত ১ নভেম্বর যশোর সদর সেনাবাহিনী ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, কায়েতখালি গ্রামের কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে তার মালিকানাধীন জমি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের দখল নেওয়ার চেষ্টা করে আসছেন। সম্প্রতি তারা সংঘবদ্ধ হয়ে হামলা চালায় এবং তার পরিবারকে মারধর ও প্রাণনাশের হুমকি দেয়। অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা তার কলেজপড়ুয়া মেয়ের ওপরও আক্রমণ চালিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে।
সিহাব উদ্দীনের দাবি, জমিটি তার দলিল মূলে কেনা এবং বিষয়টি আদালতে বিচারাধীন থাকলেও বিবাদীরা আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে। এমনকি তার ব্যবসায়িক প্রতিষ্ঠানও বন্ধ করে দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এই ঘটনায় কায়েতখালি এলাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সিহাব উদ্দীন সংশ্লিষ্ট প্রশাসনের কাছে নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here