কেশবপুরে ডাক্তার দেখাতে এসে সড়কে ঝরল রোগীর প্রাণ

0
112

এহসানুল হোসেন তাইফুর, বিশেষ প্রতিনিধি: যশোরের কেশবপুরে ডাক্তার দেখাতে এসে দ্রুতগতির ট্রাকের চাপায় লাশ হলেন যুবক
গাব্রিয়েল বিশ্বাস (৪২)। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে যশোর-সাতক্ষীরা সড়কের
মধ্যকুল মাদারতলা নামক স্থানে। সে ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া গ্রামের কাশেম
বিশ্বাসের ছেলে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাতটার দিকে যশোর-
সাতক্ষীরা সড়কের মধ্যকুল মাদারতলা নামক স্থানে গাব্রিয়েল বিশ্বাস স্থানীয় পল্লী
চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে আসেন। চিকিৎসকের বাড়িসংলগ্ন এলাকায়
যশোর-সাতক্ষীরা সড়কের পাশে পিছন দিক থেকে একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা
দিয়ে পার্শ্ববর্তী পুকুরে পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নিহত হন গাব্রিয়েল
বিশ্বাস। এ তথ্য নিশ্চিত করেছেন কেশবপুর ফায়ার স্টেশনের লিডার নাজিম উদ্দিন।
ঘটনাস্থলে থাকা কেশবপুর থানার উপ পরিদর্শক (এস আই) লুৎফর রহমান জানান, লাশ উদ্ধার
করা হয়েছে। লাশ থানায় নিয়ে যাওয়া হবে। আইনগত প্রক্রিয়াধীন রয়েছে। ট্রাক্টের চালক
এবং সহকারী দুজনেই পালিয়ে গেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here