যশোরে ব্যবসায়ীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

0
145

স্টাফ রিপোর্টার, যশোর থেকে : যশোরের নওয়াপাড়ার ব্যবসায়ীদের নামে দায়ের করা মিথ্যা মামলা
প্রত্যাহার ও ইসলামী ব্যাংকের কতিপয় কর্মকর্তার দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন
অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ১১টায় বন্দর নগরী নওয়াপাড়ার ইসলামী ব্যাংক শাখার সামনে
এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ব্যবসায়ী নেতা শমসের আলমের নেতৃত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে শতাধিক ব্যবসায়ী অংশ নেন।
এসময় ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, ইসলামী ব্যাংকের নওয়াপাড়া শাখার সাবেক ম্যানেজার
মোস্তফা মেহেদী হোসাইন চৌধুরী, সাবেক ফরেন একচেঞ্জ ইনচার্জ সাফারুল ইসলাম এবং
ম্যানেজার (অপারেশন) আব্দুল হান্নান ব্যক্তিগত স্বার্থে ব্যাংকের নিয়মনীতি উপেক্ষা করে
কোটি কোটি টাকার অনৈতিক লেনদেন করেছেন। বিষয়টি জানাজানি হয়ে গেলে তারা
নিজেদের অপরাধ আড়াল করতে এবং দায় এড়াতে নওয়াপাড়ার সৎ ও নির্দোষ ব্যবসায়ীদের নামে
মিথ্যা মামলা দায়ের করেন।
বক্তারা বলেন, ওই কর্মকর্তাদের দুজনকে ইতোমধ্যে শাখা থেকে সরিয়ে দেওয়া হলেও নিরপরাধ
ব্যবসায়ীরা এখন দুদকের মামলায় হয়রানির শিকার হচ্ছেন। তারা অবিলম্বে দুদকের দায়ের করা মামলা
প্রত্যাহারের দাবী জানান। একইসাথে জড়িত ব্যাংক কর্মকর্তাদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি
করেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here