পাইকগাছা প্রতিনিধি : খুলনা -৬ আসনে কয়রা -পাইকগাছা বিএনপির মনোনীত প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী’র ধানের শীষ প্রতীকের কর্মী সভা ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ধানের শীষ প্রতীকের প্রচার মিছিল ও কর্মী সভায় জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু বলেন, নির্বাচনকে বানচাল করতে একটি মহল পিআর থেকে শুরু করে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাজপথে শান্ত বাংলাদেশ কে অশান্ত করতে চাই। ২৪ এর ৫ আগস্ট দেশের পট পরিবর্তন হলেও এখনো আশঙ্কা মুক্ত নয়। আগামী দিনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হলে আমাদের মধ্যে সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে যান। ক্ষুদ্র পরিসরে যারা দলকে বিভেদ সৃষ্টি করছেন তারা বঙ্গোপসাগরে হাবুডুবু খাবেন। বিএনপি সরকার গঠন করতে না পারলে ১৭ বছরে যে নির্যাতনের শিকার হয়েছেন তার ১০ গুণ নির্যাতনের শিকার হবেন। আমাদের অবহেলিত এ অঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ড করতে হলে ধানের শীষ প্রতীক কে বিজয়ী করতে হবে। বৃহস্পতিবার সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় মন্টু এসব কথা বলেন। এসময় জেলা, উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ধানের শীষের এমপি প্রার্থী মনিরুল হাসান বাপ্পীকে ধানের শীষের তোড়া ও ফুলেল শুভেচ্ছা জানান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাড. জিএ সবুর, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর আমিরুল ইসলাম কাগজী, জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ আব্দুর রশীদ, আশরাফুল হক নান্নু, সদস্য অ্যাড. আব্দুস সাত্তার ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু, অ্যাড. আবু সাঈদ, রূপসার আহ্বায়ক ম্যোল্লা সাইফুল রহমান, সদস্য জাবেদ হোসেন মল্লিক, জাসসের সদস্য সচিব একে আসাদ, মাহবুবর রহমান লোটাস। পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা সদস্য সচিব এসএম ইমদাদুল হক ও পৌর সদস্য সচিব কামাল আহমেদ সেলিম নেওয়াজ এর সঞ্চালনায় বক্তৃতা করেন, বিএনপি নেতা নাদিমুজ্জামান জনি, মফিজ ম্যোল্লা, জনি, ইমাদুল ইসলাম, তহিদুজ্জামান মুকুল, আবুল হোসেন, সাজ্জাদ হোসেন, বেনজির আহমেদ, আবু তালেব, অ্যাড. একরামুল হক, ফারুক আহমেদ, স্বরজিৎ ঘোষ, সুজিত মন্ডল, মেছের আলী, নাজির আহমেদ, ইমরান সরদার সহ বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।















