যশোরে জিয়া স্মৃতি পাঠাগারের বইমেলা উদ্বোধন

0
39

যশোর অফিস : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোর জেলা পরিষদ প্রাঙ্গণে শুরু হয়েছে “বইমেলা ২০২৫”। জেলা বিএনপি’র তত্ত্বাবধানে ও জিয়া স্মৃতি পাঠাগার, যশোরের আয়োজনে বিকেলে এই বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি মোস্তাক আহম্মেদ পলাশ, সাধারণ সম্পাদক আরিফ হোসেন লতা, সাংগঠনিক সম্পাদক মাসুদ জামান, কোষাধ্যক্ষ জায়েদ মোহাম্মদ খালেদ, সদস্য মির্জা রিয়াজ, ফাইনারা বর্ণা, মারুফ হোসেন, পিয়াস, সোহেল ও রিফাত।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বই পাঠের মাধ্যমে মুক্তচিন্তা ও গণতান্ত্রিক চেতনা বিকাশ লাভ করে। তাঁরা জিয়া স্মৃতি পাঠাগারের এ উদ্যোগকে প্রশংসা করেন এবং তরুণ প্রজন্মকে বই পড়ায় আগ্রহী করার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here