যশোরে ২৬৫ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেফতার

0
64

শহিদ জয়, যশোর : যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে ২৬৫ বোতল বিদেশি মদসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। রোববার (৯ নভেম্বর ২০২৫) রাত সাড়ে দশটার দিকে যশোর খুলনা রোডে, যশোর সদরের বসুন্দিয়া ঘুনি রাস্তার মোড় রেলগেট সংলগ্ন যমুনা ফিড এলাকার প্রতিষ্ঠানের উত্তর পাশ থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত যুবকের নাম আব্দুর রাজ্জাক (২০)। তিনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের মোট ২৬৫ বোতল বিদেশি মদ ও একটি টয়োটা ব্র্যান্ডের প্রাইভেট কার জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে গ্রেফতারকৃত রাজ্জাকের বিরুদ্ধে যশোর কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here