ডুমুরিয়ায় ধানের শীষের প্রার্থী লবি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ

0
62

ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান ও খুলনা ৫ আসনের (ডুমুরিয়া ফুলতলা) ধানের শীষের মনোনীত প্রার্থী আলি আসগার লবি বলেছেন, আগামী ২০২৬ সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনটি দেশ ও দেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিগত ১৭ টি বছর আপনারা ভোট দিতে পারেননি। ভোটের আগের রাতেই ব্যালট হয়ে গেছে। একারণে এ নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আপনাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্ধারিত হবে দেশ কিভাবে চলবে, কাদের নেতৃত্বে চলবে। সেটা নির্ভর করবে আপনাদের ভোটের উপর। এজন্য আমি ধানের শীষের প্রার্থী হিসেবে আপনারদের ভোট প্রার্থনা করছি। আমি বিজয়ী হলে, সারাজীবন আপনাদের পাশে থেকে উন্নয়ন করতে চাই। তিনি শুক্রবার দিনব্যাপী ১৩নং গুটুদিয়া ইউনিয়নে বিভিন্ন স্থানে গণসংযোগকালে একথা বলেন।
গুটুদিয়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ শহীদ মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা যুবদলের আহবায়ক এবাদুল হক রুবায়েত। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ হেল কাফি শখা, খুলনা জজকোর্টের এপিপি ও সাবেক জেলা ছাত্রদল নেতা এ্যাডঃ মুনিমুর রহমান নয়ন। বক্তব্য রাখেন ডাঃ আলম, মাওঃ খলিলুর রহমান, মোনায়েম হোসেন, মিন্টু খান, পিকুল মোড়ল, জিল্লু তরফদার, মহিতুর তরফদার, মহসিন বিশ্বাস, ইকবাল বিশ্বাস, তৌহিদুর মোল্লা, কাজি সাগর, মেহেদী হাসান রাসেল প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here