পাটকেলঘাটা বড়বিলায় নির্বাচনী সমাবেশ অধ্যক্ষ ইজ্জত উল্লাহর বলেন— নির্বাচিত হলে অবৈধভাবে একটি টাকাও আমার পকেটে ঢুকবে না।

0
47

এস এম মোতাহিরুল হক শাহিন, ভ্রাম্যমাণ প্রতিনিধি, তালা : সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা বড়বিলা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২০ নভেম্বর (বৃহস্পতিবার) রাতে পাটকেলঘাটা যুব জামায়াতের আয়োজনে এবং সরুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জহুরুল ইসলামের সভাপতিত্বে পাটকেলঘাটা ওয়ার্ড সভাপতি মীর ফারুকের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
অধ্যক্ষ ইজ্জত উল্লাহ তাঁর বক্তব্যে বলেন— “আমি জনগণের প্রার্থী, ক্ষমতার প্রার্থী নই। আমি যদি নির্বাচিত হই, অবৈধভাবে একটি টাকাও আমার পকেটে ঢুকবে না। জনগণের করের টাকা জনগণের উন্নয়নেই ব্যয় হবে। তালা-কলারোয়ার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি ও গ্রামীণ অবকাঠামোকে এগিয়ে নিতে আমি কাজ করতে চাই।”
তিনি বলেন— “হিন্দু–বৌদ্ধ–খ্রিস্টান–মুসলিম সব ধর্ম-বর্ণের মানুষ আমার ভাই। দল-মত নির্বিশেষে সকলকে নিয়ে তালা-কলারোয়াকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত একটি শান্তির জনপদে পরিণত করাই আমার অঙ্গীকার। প্রশাসনকে কাজে লাগিয়ে সঠিক সেবা নিশ্চিত করা হবে।”
বক্তব্যের তিনি যুব সমাজকে দেশ গঠনের শক্তি হিসেবে বর্ণনা করে সুশিক্ষা, নৈতিকতা ও কর্মসংস্থানের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here