যশোরে অজ্ঞান পার্টির তিন সদস্য আটক

0
55

যশোর অফিস : যশোরের অভয়নগর উপজেলায় অজ্ঞান পার্টির তিন সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। সোমবার (২৪ নভেম্বর) ভোরে পায়রা ইউনিয়নের ফকিরহাট বাজারসংলগ্ন একটি বাড়িতে চেতনানাশক স্প্রে করে জানালা ভেঙে ঢুকে লুটপাটের চেষ্টা করার সময় তাদের হাতে-নাতে ধরা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান,ভোররাতে কয়েকজন অপরিচিত ব্যক্তি বাড়ির আশপাশে ঘুরতে দেখে সন্দেহ হয় এলাকার লোকজনের। কিছুক্ষণ পর তারা চেতনানাশক স্প্রে ছিটিয়ে জানালা ভেঙে ঘরে প্রবেশের চেষ্টা করলে বাড়ির মালিকের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে তিনজনকে আটক করে। পরে বিক্ষুব্ধ জনতা তাদের গণধোলাই দেয়।
খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম বলেন, “আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here