স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ শাহীন আলমের নেতৃত্বে জামাল ইউনিয়নের বেগবতী নদীর বলরামপুর ও গোপালপুর অংশে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নদীতে স্থাপিত দুটি অবৈধ পাটা বাঁধ অপসারণ করা হয়। এসব বাঁধের কারণে প্রাকৃতিক জলপ্রবাহ ব্যাহত হওয়া ছাড়াও মাছের প্রজনন ও অভিগমনে বাধা সৃষ্টি হচ্ছিল বলে কর্তৃপক্ষ জানায়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: হাসান সাজ্জাদ । সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবৈধ বাঁধ অপসারণের মাধ্যমে নদীর স্বাভাবিক পরিবেশ ও মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।















