যশোরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প

0
32

যশোর অফিস : গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার রূপদিয়া শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও মুনসেফপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) যশোর জেলা শাখার আয়োজনে এবং সদর উপজেলা বিএনপির সহযোগিতায় এ কার্যক্রম হয়।
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এবং দলের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত ক্যাম্প পরিদর্শন করেন। অনিন্দ্য ইসলাম অমিত বলেন, খালেদা জিয়া দেশের মানুষের অভিভাবকস্বরূপ; তার সুস্থতা গণতন্ত্র পুনরুদ্ধারের পথকে সুগম করবে।
ড্যাব জানায়, নরেন্দ্রপুর ও কচুয়া ইউনিয়নে আয়োজিত প্রতিটি ক্যাম্পে ২৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের বিনামূল্যে সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন। অপারেশন প্রয়োজন হলে রোগীদের চিহ্নিত করা হচ্ছে এবং পরে বিনা খরচে অপারেশনের ব্যবস্থা করা হবে। পাশাপাশি তিন মাস পর্যন্ত ফলোআপ চিকিৎসাও বিনামূল্যে দেওয়া হবে।
পরিদর্শনকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির নেতা অধ্যাপক আব্দার হোসেন খান, আঞ্জুরুল হক খোকন, আব্দুর রাজ্জাক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, ড্যাব নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here