বাঘারপাড়ায় সংবর্ধিত হলেন ২০ মুক্তিযোদ্ধা

0
150

খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ার চিত্রা মডেল কলেজে ২০ জন বীরমুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার আরশাদ আছিয়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে যোগ দেওয়া বন্দবিলা ইউনিয়নের ২০ জন মুক্তিযোদ্ধার প্রত্যেককে সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় হিসেবে শীতের শাল তুলে দেন শিক্ষার্থীরা। স্বাধীনতার ৫৫ বছরের মাথায় এমন সংবর্ধনা পেয়ে মুক্তিযোদ্ধারা আবেগাপ্লুত হয়ে পড়েন। তাদের বীরত্বগাথা ও সংগ্রামের দিনগুলোর বর্ণনা শুনে সবার চোখ পানিতে ভিজে যায়। এদিন দুপুর পর চিত্রা মডেল কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি, আরশাদ আছিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামীম আকতার৷ তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ না হলে আমরা জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম না। বীর মুক্তিযোদ্ধাদের ঋণ পরিশোধ করা সম্ভব নয়। তবে তাদের সম্মাননা জানাতে পেরে আমরা গর্বিত।’ অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন, কলেজের অধ্যক্ষ কহিনুর আলম। এর আগে সকাল ১০টায় শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুর পর্যন্ত চলা প্রতিযোগিতার নানা ইভেন্টে নিজেদের নৈপুণ্য তুলে ধরে শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মুক্তিযোদ্ধারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here