হাদি হত্যার প্রতিবাদে জড়িতদের অবিলম্বে গ্রেফতার, দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

0
68

যশোর অফিস : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে জড়িতদের অবিলম্বে গ্রেফতার, দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল করছে। শুক্রবার শহরের মনিহার চত্তর থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরেে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে হয়ে দাড়াটানা চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলেউপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তফা আমীর ফয়সাল সাধারণ সম্পাদক রাজীদুর রহমান সাগর সিনিয়র যুগ্ন আহবায়ক আলী হায়দার রানা নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা হোসেন তরফদার রয়েল সাধারণ সম্পাদক সাইফুল বাসার সুজন সহ স্বেচ্ছাসেবক দল।
এদিকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা-৮ আসনের সম্ভাব্য সতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে মসজিদে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। যশোরের ছাত্র জনতার ব্যানারে আজ বাদ জুম্মা যশোর মডেল মসজিদ দোয়া শেষে মিছিল বের করা হয়।বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here