কোটচাঁদপুরে পায়ের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে যুবকের আত্মহত্যা

0
45

কোটচাঁদপুর সংবাদদাতা: ঝিনাইদহের কোটচাঁদপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রুবেল হোসেন (৪০) নামে এক যুবক। তিনি উপজেলার বড়বামনদহ মন্ডলপাড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে। শনিবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে স্ত্রীর ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।
নিহত রুবেল হোসেন স্থানীয় একটি ক্লিনিক ও নার্সিং হোমে নাইট গার্ড হিসেবে কর্মরত ছিলেন এবং পাশাপাশি রিকশা চালাতেন। তার স্ত্রী মর্জিনা খাতুন একই ক্লিনিকে আয়া পদে চাকরি করেন। নিহতের স্ত্রী মর্জিনা খাতুন জানান, প্রতিদিনের মতো সকালে খাওয়া শেষে তিনি কর্মস্থলে চলে যান। হঠাৎ করে সকাল সাড়ে ১১টার দিকে খবর পান, তার স্বামী আত্মহত্যা করেছেন। আত্মহত্যার কারণ সম্পর্কে তিনি বলেন, তার স্বামী দীর্ঘদিন ধরে পায়ের শিরার সমস্যায় ভুগছিলেন। বিভিন্ন ডাক্তার ও কবিরাজের কাছে চিকিৎসা করালেও তেমন কোনো ফল পাওয়া যায়নি। গত রাতেও পায়ের তীব্র যন্ত্রণায় তিনি সারা রাত ঘুমাতে পারেননি। অসহনীয় যন্ত্রণার কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা তার।
কোটচাঁদপুর মডেল থানার ওসি (তদন্ত) খোন্দকার এনায়েত হোসেন জানান, আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে স্থানীয়ভাবে জানা গেছে, নিহত ব্যক্তি নেশাগ্রস্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। সে কারণে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে লাশের ময়নাতদন্ত করা হবে। রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here