ঢাকুরিয়ায় মুক্তেশ্বরী ইংলিশ স্কুল এন্ড কলেজে ফাউন্ডেশন ক্লাস ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

0
47

আমিনুর রহমান, ঢাকুরিয়া প্রতিনিধি : যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়ায় মুক্তেশ্বরী ইংলিশ স্কুল এন্ড কলেজে ফাউন্ডেশন ক্লাস সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।২০-১২_২০২৫(শনিবার) সকাল দশটা থেকে মুক্তেশ্বরী ইংলিশ স্কুল এন্ড কলেজে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ এম এ হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আমিনুর রহমান,প্রভাষক যশোর সরকারি এম এম কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশান্ত কুমার বেনার্জি , প্রধান শিক্ষক ঢাকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।মোঃ সাহিদুল ইসলাম, শিক্ষক ঢাকুরিয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা ও উপদেষ্টা ঢাকুরিয়া সমাজ কল্যাণ সংস্থা।মোঃ হাজ্জাজ বিন সুলাইমান, শিক্ষক সুবলকাটি দাখিল মাদ্রাসা। ডাঃ মোমিনুর রহমান, ডাঃ ইলিয়াস হোসেন সহ গার্ডিয়ান ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সুবলকাটি দাখিল মাদ্রাসার শিক্ষক মোঃ হাজ্জাজ বিন সুলাইমান।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন বাচ্চারা হলো চারা গাছের মতো ছোট থেকে যেভাবে পরিচর্যা করা হয় বড়ো হয়ে এর অনুরূপ ফল পাওয়া যায়।এরই ধারাবাহিকতায় মুক্তেশ্বরী ইংলিশ স্কুল এন্ড কলেজ তাদের ছাত্র ছাত্রীদের স্মার্ট আদর্শবান ও সু-শিক্ষিত মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এভাবে চেষ্টা করে গেলে তাদের ছাত্র ছাত্রীরা একদিন দেশের সম্পদে পরিণত হবে।
আলোচনা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও উপস্থিত অতিথিবৃন্দের হাত থেকে ছাত্র ছাত্রীরা সনদ পত্র গ্রহন করেন।
এসময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি শ্রুতিমধুর ও প্রানবন্ত হয়ে ওঠে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here