রানা আহম্মেদ অভি, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কাম ফর রোড চাইল্ড (সিআরসি)-এর পক্ষ থেকে সুবিধাবঞ্চিত পরিবার ও শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় সংগঠনটির সাবেক সভাপতি শাহীদ কাউসার, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক স্কুল পরিচালক সাইফুল ইসলাম, সিআরসি বর্তমান কমিটির সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক আখি খাতুনসহ সংগঠনটির বর্তমান ও সাবেক সদস্যরা উপস্থিত ছিলেন।
সাধারণ সম্পাদক আঁখি খাতুন বলেন, “একটি উষ্ণ কাপড় হয়তো তাদের জীবনের বেঁচে থাকার একটি ভরসা, একটি সাহস হয়ে উঠতে পারে। সেই ভাবনা থেকেই আজ আমাদের এই ক্ষুদ্র প্রয়াস, ক্ষুদ্র চিন্তাভাবনা ও ক্ষুদ্র আয়োজন। কাম ফর রোড চাইল্ড বিশ্বাস করে—মানবতার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো। আজ যে শীতবস্ত্রগুলো বিতরণ করা হচ্ছে, সেগুলো হয়তো পরিমাণে খুবই সামান্য; কিন্তু এর সঙ্গে মিশে আছে আমাদের ভালোবাসা, আমাদের দায়বদ্ধতা এবং একসঙ্গে সমাজ বদলানোর একটি ক্ষুদ্র স্বপ্ন।”
সিআরসির সাবেক সভাপতি শাহীদ কাউসার বলেন, “আমি আজ সিআরসি’র সদস্যদের ধন্যবাদ জানাই। কারণ আপনারা দীর্ঘদিন অনেক কষ্ট করে মানুষের দ্বারে দ্বারে গিয়ে অল্প অল্প টাকা সংগ্রহ করেছেন। আজ সেই ত্যাগের ফলেই আমরা এই সুন্দর কম্বলগুলো দিতে পারছি। আমি আমার একটি অভিজ্ঞতার কথা বলতে চাই। এক শীতের রাতে কুষ্টিয়ার রেলস্টেশন ও বড় বাজার এলাকায় অসহায় মানুষের মাঝে কম্বল দিতে গিয়ে দেখেছি—কী ভয়াবহ কষ্টে মানুষ শীত কাটায়। যখন তাদের গায়ে কম্বল জড়িয়ে দিয়েছি, তখন তাদের মুখের দোয়া ও তৃপ্তিই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি মনে হয়েছে।”
তিনি আরও বলেন, “এই কাজের পেছনে যারা অপমান, কটু কথা ও উপহাস সহ্য করেও থেমে যাননি, আমি তাদের সবার জন্য দোয়া চাই। আপনাদের এই ত্যাগই আজ এই মানবিক কাজকে সম্ভব করেছে।”















