নসিমন উল্টে ঝরল কিশোর প্রাণ, বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

0
124

আজম খাঁন, বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী।
রোববার (২১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বাসুয়াড়ি ইউনিয়নের জামালপুর এলাকায় পাকা সড়কে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম রাব্বি হোসেন (১৪)। সে উপজেলার জামালপুর গ্রামের মো. সোহেল হোসেনের পুত্র এবং বাসুয়াড়ি ইউনিয়নের মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। পারিবারিক সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় রাব্বি একটি আলমসাধুতে অবস্থান করছিল। জামালপুর এলাকায় পৌঁছালে হঠাৎ করে আলমসাধুটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে রাব্বি গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাব্বির অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো জামালপুর গ্রাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here