নড়াইল প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ছাত্রদল নেতা মো. সাকিব হাসান।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হোসনে আরা তান্নির কাছ থেকে একটি প্রতিনিধি দলের মাধ্যমে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাচন অফিসার মো. মঈনুল হক।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে মো. সাকিব হাসান বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি বিজয়ী হয়ে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চাই। জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে কালিয়াসহ পুরো সংসদীয় এলাকার শিক্ষা ব্যবস্থা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন করা হবে।”
তিনি আরও বলেন, “কালিয়া পৌরসভাকে আধুনিক ও মানসম্মত পৌরসভায় উন্নীত করা, গ্রামীণ সড়কসহ গুরুত্বপূর্ণ সড়ক পাকাকরণ ও সংস্কারের মাধ্যমে যাতায়াত ব্যবস্থা সহজীকরণ এবং শিল্প-কারখানা স্থাপনের মাধ্যমে বেকার সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করবো।”















