সাফদারপুর দারুল উলুম আলিম মাদ্রাসার আধুনিক ৪ তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন

0
41

মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর দারুল উলুম আলিম মাদ্রাসায় ৪ তলা ভিতবিশিষ্ট ৪ তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভবনের শুভ উদ্বোধন করেন জনাব এস. এম. মাসুদুল হক, প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব), নির্বাচিত মাদ্রাসা সমূহের উন্নয়ন প্রকল্প (২য় সংশোধিত), কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়।
অনুষ্ঠানটি বাস্তবায়ন করে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং ভবন নির্মাণে দায়িত্ব পালন করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ঝিনাইদহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রকৌশলী মাহাদী খান মেহরাব, ঝিনাইদহ জেলা শিক্ষা প্রকৌশলী সুব্রত কুমার পাল এবং কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার এনামুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাকির হোসেন। সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যক্ষ মাওলানা আল মারুফ। এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা জুবায়ের, সাফদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নানসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নতুন ভবন পেয়ে প্রতিক্রিয়ায় মাদ্রাসার সহকারী শিক্ষক আনোয়ার হোসেন বলেন, আধুনিক এই একাডেমিক ভবন শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থী রুহিন ইয়াসমিন রিমসা, মিরাজুল ও বিল্লাল হোসেন আনন্দ প্রকাশ করে বলেন, নতুন ভবন তাদের পড়াশোনার পরিবেশকে আরও সুন্দর ও কার্যকর করবে।
প্রধান অতিথির বক্তব্যে এস. এম. মাসুদুল হক বলেন, একসময় মাদ্রাসা শিক্ষায় বৈষম্য ছিল, এখন আর তা নেই। মাদ্রাসা ও জেনারেল লাইনের সার্টিফিকেট বর্তমানে সমান মর্যাদাসম্পন্ন। মাদ্রাসার শিক্ষার্থীরাও জেনারেল লাইনের শিক্ষার্থীদের মতো একই ধরনের চাকরিতে যোগদান করতে পারেন। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ছেলে-মেয়েদের মাদ্রাসায় পড়াতে উৎসাহ দিন, কারণ মাদ্রাসা শিক্ষা নীতি-নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠান শেষে দোয়া মাহফিলের মাধ্যমে নবনির্মিত ভবনের সফল ব্যবহার ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন অত্র মাদ্রাসার সহকারী আরবি শিক্ষক মাওলানা নুরুন্নবী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here