আজম খাঁন,বাঘারপাড়া(যশোর) : যশোর–নড়াইল মহাসড়কের চাড়াভিটা বাজার সংলগ্ন দক্ষিণ শ্রীরামপুর গ্রামে সড়ক দুর্ঘটনায় হালিমা খাতুন (৫৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
নিহত হালিমা খাতুন বাঘারপাড়া উপজেলার দক্ষিণ শ্রীরামপুর গ্রামের বাসিন্দা এবং তার স্বামীর নাম আব্দুল মান্নান।
স্থানীয়দের বরাতে জানা গেছে, হালিমা খাতুন নিজ বাড়ি থেকে সকাল সাড়ে নয়টার দিকে বের হয়ে যশোর–নড়াইল মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরে স্থানীয়রা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন।















