কালীগঞ্জ ঝিনাইদহ থেকে : সকাল ১০টায় ঝিনাইদহ কালীগঞ্জ ব্যাপটিস্ট চার্চসহ) বিশেষ প্রার্থনা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটির শুভ সূচনা হয়। শিশুদের রঙিন পোশাকে আর হাসিমুখের উপস্থিতিতে উৎসবের আনন্দ যেন দ্বিগুণ হয়ে ওঠে।
বিশেষ আলোচনা:
অনুষ্ঠানে যিশু খ্রিস্টের জীবন ও শান্তির দর্শন নিয়ে আলোচনা করেন যশোর অঞ্চলের প্রধান পরিচালক পাস্টর ডেনিস সরকার। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করেন সাথী বিশ্বাস।
সাংস্কৃতিক আয়োজন:
কেক কাটার পর ছিল বিশেষ আকর্ষণ—ভক্তদের পরিবেশিত চমৎকার ধর্মীয় নৃত্য! আনন্দ আর ভক্তির এক অপূর্ব মেলবন্ধন দেখা গেছে গির্জায়।















