আজম খাঁন, বাঘারপাড়া (যশোর): যশোরের বাঘারপাড়ায় মাদক সেবনের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে তিন যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার এই দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—রায়পুর ইউনিয়নের রায়পুর গ্রামের স্বপন অধিকারীর ছেলে আকাশ অধিকারী (২৫), একই গ্রামের বাবর আলীর ছেলে বাদল হোসেন (২৩) এবং কয়ালখালী গ্রামের মফিজুর রহমানের ছেলে সোহেল রানা (২৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে রায়পুর বাজারের সোহেল স্টেশনারি দোকানের ভেতরে মাদক সেবনের একটি গোপন আসর বসে। বিষয়টি জানতে পেরে রায়পুর ক্যাম্প পুলিশের একটি দল দ্রুত অভিযান চালিয়ে দোকান মালিক সোহেল রানাসহ তিনজনকে হাতেনাতে আটক করে।
পরবর্তীতে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা এলাকায় মাদক সেবন ও সংশ্লিষ্ট কার্যকলাপে জড়িত হিসেবে পরিচিত বলে জানা গেছে।
এ বিষয়ে বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার বলেন,
“উপজেলাজুড়ে মাদক সেবনকারী ও কারবারিদের একটি তালিকা প্রণয়নের কাজ চলছে। মাদক নির্মূল করা না গেলে অদূর ভবিষ্যতে সমাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় সচেতন মহল ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে সন্তোষ প্রকাশ করে মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার দাবি জানিয়েছেন।















