মনিরামপুর আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীতা ফিরিয়ে দেবার দাবিতে বিক্ষোভ মিছিল

0
100

মনিরামপুর (যশোর)প্রতিনিধিঃ যশোর-৫ মনিরামপুর আসনে জোট প্রার্থী রশিদ বিন ওয়াক্কাসকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে এবং পুনরায় উপজেলা বিএনপির সভাপতি
এ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনকে ধানের শীষ প্রতীকের প্রার্থীতা ফিরিয়ে দেওয়ার দাবিতে শুক্রবার বিকাল সাড়ে চার ঘটিকার সময় মনিরামপুর বাজারে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন।উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দুপুরের পরপরই নেতা কর্মীরা মনিরামপুর বাজারে উপস্হিত হতে শুরু করে,বিকাল হতেই নেতা কর্মীদের উপস্হিতে বাজারটি জনসমুদ্রে পরিনত হয়।হাজার হাজার নেতাকর্মী নিয়ে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে মনিরামপুর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।বিক্ষোভ চলাকালে নেতা কর্মীরা অবৈধ মনোনয়ন মানি না মানবো না,ঝুড়ি নে কোদাল নে রশীদকে কবর দে বলে বিভিন্ন স্লোগান দিতে থাকে।মিছিলের সময় রাস্তার দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।মিছিল শেষে বিএনপির নেতৃবৃন্দ বলেন আজকের মধ্যে শহীদ ইকবাল হোসেনকে মনোনয়ন ফিরিয়ে না দিলে নেতাকর্মীদের আগামীকাল কাফনের কাপড় নিয়ে অনশন করার ঘোষনা দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here