ভোরের নীরবতায় মর্মান্তিক পরিণতি, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে নেওয়ার পর ইব্রাহিমের মৃত্যু

0
31

স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া (যশোর): যশোরের বাঘারপাড়া উপজেলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনায় ইব্রাহিম (৫০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে উপজেলার জামালপুর গ্রামে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ইব্রাহিম জামালপুর গ্রামের মৃত ইশারত মোল্লার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। ভোরের নির্জন সময়ে নিজ বাড়ির পাশের একটি গাছের ডালের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।
পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাঁকে উদ্ধার করেন এবং তাৎক্ষণিকভাবে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে বাঘারপাড়া থানা পুলিশ হাসপাতালে পৌঁছে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে। ময়নাতদন্তসহ পরবর্তী আনুষ্ঠানিকতার জন্য নিহতের মরদেহ যশোর সদর হাসপাতালের মর্গে সংরক্ষণ করা হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে চলমান মানসিক সমস্যার কারণেই এ মর্মান্তিক ঘটনার সূত্রপাত হতে পারে বলে তারা ধারণা করছেন। হঠাৎ এমন মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here