যশোর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জহুরুল ইসলামের মনোনয়নপত্র দাখিল

0
38

রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা বিএনপির সদস্য ও চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে যশোর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
এসময় চৌগাছা উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট রাজু আহমেদ, পৌর বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাস্টার আব্দুল আলিম, যুবদল নেতা মাস্টার কামরুল ইসলামসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। তারা জহুরুল ইসলামের প্রার্থিতাকে স্বাগত জানিয়ে নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
জহুরুল ইসলাম দীর্ঘদিন ধরে চৌগাছা উপজেলা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি ১৯৭৯ সালে ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে রাজনৈতিক জীবনের সূচনা করেন। পরবর্তীতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সভাপতি ও আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনে কারাবাসসহ বিভিন্ন সময় মামলা-হামলা ও নির্যাতনের শিকার হলেও রাজপথে সক্রিয় ছিলেন তিনি।
তিনি দুইবার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সমবায় সমিতির চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠায়ও রয়েছে তার ভূমিকা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে তিনি যশোর-২ আসনের ভোটারদের সমর্থন প্রত্যাশা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here