শালিখায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুকবকে কুপিয়ে হত্যা, আহত ৪

0
247

স্টাফ রিপোর্টারঃ গতকাল বৃহস্পতিবার আনুমানিক রাত ৯টার সময় মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের গজদুর্বা গ্রামে মাদক সেবনে বাধা দেওয়ায় টিটোন মন্ডল (২১) নামের এক যুবকে কুপিয়ে হত্যা করা হয়েছে। টিটোন গজদুর্বা গ্রামের টোকন মন্ডলের ছেলে। এসময় টিটোনের ডাক চিৎকারে তাকে বাঁচাতে এগিয়ে আসে ঐ গ্রামের মাসরুল মন্ডলের ছেলে ডলার (১৯), আক্তার মন্ডোলের ছেলে মাহিম (২০), ইনুচ মন্ডলের ছেলে লাবিব (২২) আক্তার মন্ডলের ছেলে শাকিল (২১) কে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
আহতদের মধ্যে শাকিল মন্ডল কে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল থেকে ফাহিম নামের এজনকে আটক করেছে শালিখা থানা পুলিশ। সে উপজেলার নাঘোসা গ্রামের লিটন মুসল্লির ছেলে।
এ ব্যাপারে শালিখা থানার ওসি আবু সাইদ জানান, ফাহিম নামের একজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র (সুইচ গিয়ার) জব্দ করা হয়েছে এবং শালিখা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here