পচা মিষ্টি বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ইউএনও মোছাঃ রনী খাতুনের নেতৃত্বে ২০ হাজার টাকা জরিমানা

0
23

মোহাম্মদ আলী জিন্নাহ : যশোরের ঝিকরগাছায় পচা মিষ্টি বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (০৪ জানুয়ারি) দুপুরে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ রনী খাতুনের নেতৃত্বে ঝিকরগাছা বাজারে অবস্থিত বগুড়া সুইটস্ এন্ড কার্ড দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পচা ও অস্বাস্থ্যকর মিষ্টি বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৫ ধারায় দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানকালে ইউএনও মোছাঃ রনী খাতুন বলেন, জনস্বাস্থ্য রক্ষায় ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কাউকে ছাড় দেওয়া হবে না।এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজালাল আলম, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলামসহ সংশ্লিষ্টরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here