মরহুম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যশোরে শীতার্ত মানুষের মাঝে বিএনপির কম্বল বিতরণ

0
24

স্টাফ রিপোর্টার,যশোর থেকে : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী
মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরে শ্রমজীবী মানুষের
মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা বিএনপি। গতকাল রবিবার সকালে শহরের মুন্সি
মেহেরুল্লাহ ময়দানে শীতার্ত শ্রমজীবী মানুষের গায়ে শীতের গরম কাপড় জড়িয়ে
দেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর -৩ (সদর) আসনে ধানের শীষ
মনোনীত প্রার্থী বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিত।
এ সময় সংক্ষিপ্ত বক্তৃতায় অমিত বলেন, সারা দেশ আজ গণতন্ত্রের মাতার জন্য ক্রন্দনরত।
সমগ্র দেশবাসী তার রুহের মাগফিরাত কামনায় প্রার্থনারত। বেগম খালেদা
জিয়া বিএনপির নেত্রী ছিলেন, এইটুকু তার পরিচয় নয়। এই যশোরের স্কুল,কলেজ,
মাদ্রাসা, হাসপাতাল, মসজিদ, মন্দির, শ^শান, রাস্তা ঘাট এবং ঘরের বিদ্যুৎ
পৌঁছে দেওয়ার জন্য আপনারা আমার প্রয়াত পিতা তরিকুল ইসলামকে স্মরণ করেন।
কিন্তু আমার পিতা এই কাজগুলো করতে পেরেছিলেন, একান্তই শহীদ রাষ্ট্রপতি
জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পৃষ্ঠপোষকতা এবং সমর্থনের
কারণে। পরে আপোষহীন দেশননেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত
কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির
ফয়সাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক
প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, সাবেক
সম্পাদক মন্ডলীর সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির
সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক
আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা
শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক মোহাম্মদ
সাহাবুদ্দিন প্রমুখ। #####

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here