শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করলেন, সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান

0
26

কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং ‘গণতন্ত্রের মাতা’, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন সদ্য সাবেক মাননীয় অ্যাটর্নি জেনারেল ও ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান।
জিয়ারতকালে তিনি মরহুম নেতাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। এসময় তিনি শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
জিয়ারত শেষে প্রতিক্রিয়া:
অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের স্থপতি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। তাদের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব। ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের আপামর জনগণের প্রতিনিধি হিসেবে আমি তাদের দোয়া ও আদর্শ নিয়ে দেশ ও মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই।”
জিয়ারতকালে ঝিনাইদহ ও শৈলকুপার স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের সুবাতাস ফিরে আসার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here