কোটচাঁদপুরে মোবাইল কোর্টের অভিযান: পেট্রোলিয়াম ও মুদি দোকানে অনিয়ম, জরিমানা ৭ হাজার ৫০০ টাকা

0
26

মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে ভোক্তা স্বার্থ সংরক্ষণ ও আইনশৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) কোটচাঁদপুর শহরের কলেজ স্ট্যান্ড ও চৌগাছা স্ট্যান্ড এলাকায় পেট্রোলিয়াম দোকানসহ বিভিন্ন মুদি দোকানে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে আইন লঙ্ঘনের দায়ে ৬ জন দোকান মালিককে মোট ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ধারা ২০ ভঙ্গের দায়ে জ্বালানি ব্যবসায়ী অশোক পালকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ধারা ১২ ভঙ্গের অভিযোগে নিতাই পালকে ১ হাজার টাকা, নাসির উদ্দিনকে ১ হাজার টাকা এবং রিপন, আঃ হালিম ও খন্দকার হৃদয়কে প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কোটচাঁদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। এ সময় উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার সুব্রত মন্ডলসহ কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি চৌকস দল অভিযানে সহযোগিতা করে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, বাজারে ন্যায্যমূল্য নিশ্চিতকরণ ও অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here