যশোর নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুহিন আটক

0
29

যশোর প্রতিনিধি : যশোর সদর নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির তুহিনকে আটক করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম যশোরের সদস্যরা। তুহিন তালবাড়িয়া গ্রামের আব্দুল সাত্তারের ছেলে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী।
ডিবি জানায়,চেয়ারম্যান তুহিনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে আওয়ামী লীগ সরকারের আমলে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এছাড়াও বর্তমানে আওয়ামী লীগের হয়ে নানা নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।
এদিকে যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বলেন, তুহিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here