মাগুরায় গরু চুরি অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা —পরিবারের দাবি এটি পরিকল্পিত হত্যা

0
25

নাসিরুল ইসলাম (বাবলু),মাগুরা প্রতিনিধি : মাগুরার ইছাখাদা এলাকায় গরু চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম মো. আকিদুল হোসেন (৩৫), পিতা শহর আলী। তার বাড়ি পাকাকাঞ্চনপুর পূর্বপাড়া এলাকায়।
গতকাল বুধবার (৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে হাসপাতাল সূত্রে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি এলাকায় গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় উত্তেজনা বিরাজ করছিল। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে টেংয়াখালী এলাকা থেকে গরু চুরি করে পালানোর সময় দুই–তিনজনকে স্থানীয়রা ধাওয়া করে। এসময় একজনকে ইছাখাদা পশ্চিমপাড়া এলাকায় আটক করা হয়।
আটকের পর স্থানীয়রা তাকে গণপিটুনি দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় আকিদুলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
পরিবারের দাবি: ‘এটি পরিকল্পিত হত্যা’
নিহতের স্ত্রী অধীফা বলেন,
“আকিদুল গরু চুরির সঙ্গে কোনোভাবেই জড়িত নন। তিনি ঢাকা থেকে রাতে ইছাখাদা বাজারে নামেন। এর পর তাকে এ অবস্থায় নিয়ে যাওয়া হয়। এটি পরিকল্পিত হত্যা।”
নিহতের ছেলে সাইমুন বলেন,
“আমার বাবার বিরুদ্ধে আনা চুরির অভিযোগ সাজানো। তিনি দীর্ঘদিন সাইপ্রাসে ছিলেন। দেশে ফিরে ঢাকায় কাঁচামালের ব্যবসা করতেন। তিনি গরু চুরির সঙ্গে জড়িত নন। পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।”
ঘটনাটি কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা অভিযোগিত গরু চুরি চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শাহ্ শিবলী সাদিক বলেন,
“ভোর ৫টার দিকে আকিদুল নামে একজন ইছাখাদা গ্রামে গরু ও ছাগল চুরি করার সময় স্থানীয়রা ধরে গণধোলাই দেয়। পরে ট্রিপল নাইনে কল পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। তার বিরুদ্ধে আগেও গরু চুরির মামলা ছিল। ঘটনার প্রকৃত কারণ, জড়িত ব্যক্তি ও সত্য উদ্ঘাটনে তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here