স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে মাদক সেবন ও বহনের অপরাধে রমজান আলী (৪০) নামের এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার ভাঙ্গাগেট ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাকে এই সাজা দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু। সাজাপ্রাপ্ত রমজান আলী উপজেলার ভাঙ্গাগেট এলাকার মৃত মাহতাব শিকদারের ছেলে।
এ ব্যাপারে শুক্রবার (৯ জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১২টার দিকে ভাঙ্গাগেট ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গাঁজা সেবন ও বহনের দায়ে রমজান আলীকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৯ ধারায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।















