কোটচাঁদপুরে সরকারি ওয়াকফ পুকুরের মাটি কেটে বিক্রির অভিযোগ, ভূমি কর্মকর্তা বাদী হয়ে থানায় মামলা

0
57

মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে সরকারি ওয়াকফভুক্ত পুকুর ও পুকুরপাড়ের জমি থেকে অনুমতি ছাড়া মাটি কেটে বাণিজ্যিকভাবে বিক্রির অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। কোটচাঁদপুর পৌর ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. মহিদুল ইসলাম বাদী হয়ে কোটচাঁদপুর মডেল থানায় এজাহার দাখিল করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, কোটচাঁদপুর পৌর এলাকার ৬৩ নম্বর সলেমানপুর মৌজার আরএস ১০ নম্বর খতিয়ানের অন্তর্ভুক্ত ৩৯২৬ ও ৩৯২৭ নম্বর দাগের মোট ২ একর পুকুর ও পুকুরপাড় শ্রেণীর জমি সলেমানপুর ওয়াকফ স্টেটের নামে রেকর্ডভুক্ত। গত ১৭ ডিসেম্বর ২০২৫ সকাল আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ওই পুকুর থেকে কোনো প্রকার সরকারি অনুমতি ছাড়াই মাটি কেটে বিক্রি করা হচ্ছে।
খবর পেয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ভূমি কর্মকর্তা মো. মহিদুল ইসলাম অফিস সহায়কসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা নিশ্চিত হন। এ সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে দেখা যায়, পুকুরের শ্রেণীভুক্ত জমি থেকে বিপুল পরিমাণ মাটি কর্তন করে বিক্রি করা হচ্ছে, যা সরকারি বিধি-বিধানের সুস্পষ্ট লঙ্ঘন।
এ ঘটনায় মো. তরিকুল ইসলাম (৪৯), পিতা- মৃত ইদ্রিস আলী, সাং- সলেমানপুর, থানা- কোটচাঁদপুর, জেলা- ঝিনাইদহকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় অপরাধের অভিযোগ আনা হয়েছে।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আসাদউজ্জামান জানান, বাদীর লিখিত অভিযোগ গ্রহণ করে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. সাহিদুর রহমানকে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।
এদিকে, সরকারি ও ওয়াকফভুক্ত সম্পত্তি রক্ষায় এ ধরনের অভিযানে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here