গাংনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাংস ব্যবসায়ীকে জরিমানা

0
17

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার নওয়াপাড়া বাজারে অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেন পরিচালিত অভিযানে এই দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত মাংস বিক্রেতা হলেন নওয়াপাড়া গ্রামের আব্দুল সামাদের ছেলে আফেজ আলী (৫০)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাগেছে, নওয়াপাড়া বাজারে অসুস্থ গরুর মাংস বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় আফেজ আলীকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১-এর ২৪(১) ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় জব্দকৃত মাংস বিধি মোতাবেক অপসারণের নির্দেশ দেওয়া হয়। অভিযানে উপজেলা ভেটেরিনারি সার্জন আরিফুল ইসলাম এবং গাংনী থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here