মনিরামপুর ভোর রাতে দোকানে ভয়াবহ অগ্নিকান্ড

0
56

জাহিদ,ভ্রাম্যমান প্রতিনিধিঃ- মনিরামপুর উপজেলার ১৩নং খানপুর ইউনিয়নের মাছনা নতুন হাট বাজারে ৯জানুয়ারি আনুমানিক রাত দুইটার সময় একটি দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারনে আনারুল ফারাস এর দোকান থেকে আগুনের সুত্রপাত হয় বলে ধারনা করা হচ্ছে।স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান,আনুমানিক রাত দুইটার সময় দোকানের ভিতর থেকে আগুনের আলো দেখতে পাওয়া যায়। মুহূর্তের মধ্যেই আগুন সারা দোকানে ছড়িয়ে পড়ে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি গাড়ি এসে দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।সরেজমিনে যেয়ে দেখা যায় দোকানের মজুদকৃত গ্যাস সিলিন্ডার,পেট্রোল,ডিজেল,হার্ডওয়্যার ও ডেকোরেটরের যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।দোকান মালিকের দাবি অনুযায়ী এতে প্রায় ১৫লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা করছেন। তবে সৌভাগ্যবশত রাতে দোকান বন্ধ থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস কর্মকর্তা এবং স্হানীয় জনগন ধারনা করছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here