মোংলায় ট্রেনে কাটা পড়ে যুবতীর মৃত্যু

0
16

মোংলা প্রতিনিধি : মোংলায় ট্রেনে কাটা পড়ে নয়মী বিশ্বাস নামে এক যুবতীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে দিগরাজের বিদ্যারবাহন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়মী বিশ্বাস (২৫) মোংলা পৌর শহরের শেহালাবুনিয়া রিগনপাড়ার দিনেশ বিশ্বাসের মেয়ে।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, শুক্রবার বেনাপোল থেকে ছেড়ে আসা মোংলাগামী ‘মোংলা-বেনাপোল কমিউটার’ নামক ট্রেনটি মোংলার দিগরাজের বিদ্যারবাহন এলাকায় পৌঁছালে দুপুর পৌনে ১টার দিকে নয়মী বিশ্বাস নামক এক যুবতী তাতে কাটা পড়ে। এতে তার শরীর খন্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। যুবতী দুর্ঘটনার শিকার হয়েছে নাকি ঝাপ দিয়ে আত্মহত্যা করেছে তা নিশ্চিত বলা যাচ্ছেনা। এ ঘটনায় রেল পুলিশ প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিবে।
মোংলা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই নুর আলম গাজী বলেন, নির্জন বিদ্যারবাহন এলাকায় দুপুরে ট্রেনে কাটা পড়ে যে নারীর মৃত্যু হয়েছে তিনি এ এলাকার বাসিন্দা না। তিনি মোংলা নদীর ওপারের পৌরসভার শেহালাবুনিয়া রিগনপাড়ার বাসিন্দা। নির্জন ঘটনাস্থল এলাকায় তিনি একাকী কেন এলেন এবং বিদ্যারবাহ এলাকায় তার কোন আত্মীয়ও নেই। এ সব বিষয়ে অনুসন্ধান চলছে, তার পরিবারকেও খবর দেয়া হয়েছে। বিস্তারিত খোঁজ খবর নিয়ে পরবর্তীতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here