দৈনিক নতুন সকালের বার্তার প্রকাশনা উদ্বোধন

0
13

যশোর অফিস : একটি নতুন সকাল যেমন নতুন আলো নিয়ে আসে, ঠিক তেমন করেই মানুষের কথা বলার নতুন প্রত্যয় নিয়ে বাজারে এলো দৈনিক নতুন সকালের বার্তা। সত্যের প্রতি দায়বদ্ধতা, সাহসী উচ্চারণ আর দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকারকে সামনে রেখে শনিবার পাঠকের হাতে পৌঁছেছে এই নতুন গণমাধ্যমটি। খবরের কাগজের সীমা পেরিয়ে মানুষের জীবন, স্বপ্ন ও বাস্তবতার সঙ্গে যুক্ত হওয়ার বাসনা নিয়েই এই পথচলা।
নিরব মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে, উপেক্ষিত জনপদের কথা তুলে ধরতে এবং চাপা পড়ে থাকা সত্যকে সাহসের সঙ্গে প্রকাশ করতেই নতুন সকালের বার্তার যাত্রা শুরু। যে মানুষটি প্রতিদিন কথা বলতে পারে না, যে এলাকার খবর আলোয় আসে নাএই পত্রিকা তাদের জন্য একটি নির্ভরযোগ্য শব্দ হয়ে উঠতে চায়। ক্ষমতার মুখপাত্র নয়, বরং মানুষের পাশে দাঁড়িয়ে সত্যকে সামনে আনার প্রত্যয়ই এর মূল শক্তি।
“সবার কথা বলে” এই একটি বাক্যেই স্পষ্ট হয়ে ওঠে পত্রিকার দর্শন, লক্ষ্য ও দায়বদ্ধতা। এখানে থাকবে শহরের ব্যস্ততার খবর যেমন, তেমনি থাকবে গ্রামের নীরব বাস্তবতা। থাকবে প্রশ্ন, থাকবে প্রতিবাদ, থাকবে সম্ভাবনার গল্প। প্রতিটি সংখ্যায় একটি নতুন সকালের মতোই পাঠকের সামনে তুলে ধরা হবে সমাজের মুখ-নির্মোহ, সত্যনিষ্ঠ ও মানবিক দৃষ্টিতে।
১০ জানুয়ারি শনিবার সকালে প্রেসক্লাব যশোর মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পত্রিকাটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও আকিজ গ্রপের চেয়ারম্যান ডা.শেখ মহিউদ্দিন। উদ্বোধনী সংখ্যার মোড়ক উন্মোচনের মাধ্যমে পত্রিকাটির যাত্রা সূচনা করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যশোর থেকে বর্তমানে অনেক গুলো পত্রিকা বের হচ্ছে। দীর্ঘদিন পরেও তারা সংকট গুলো কাটিয়ে উঠতে পারেনি। প্রতিষ্ঠানিক অবস্থান খুব বেশি পরিবর্তন করতে পারেনি। তবে মজলুমের পক্ষে দাঁড়ালে একদিন ভাগ্য পরিবর্তন হবে। সাংবাদিকদের আগে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। গীবত না করলে পত্রিকা চলে না আবার পজিটিভ কিছু লিখলেও পত্রিকা চলে না। তবে এ দুটোর ভারসাম্য বজায় রেখে চলতে পারলে পত্রিকা চলবে। সংবাদপত্র মজলুমের পক্ষে না থাকলে সেই পত্রিকা থেকে মানুষ মুখ ফিরিয়ে নেয়। সকল মিডিয়ার মজলুমের পক্ষে থাকা উচিৎ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার প্রকাশক বিশিষ্ট ব্যবসায়ী তৈয়েবুর রহমান জাহাঙ্গীর। তিনি তার বক্তব্যে বলেন, নতুন স্বাধীনতা যে বার্তা নিয়ে এসেছে তাই আমরা প্রকাশ করবো। রোজগারের উদ্দেশ্য পত্রিকা বাজারে নিয়ে আসেনি। সৎ সাংবাদিক তৈরির জন্য পত্রিকার যাত্রা শুরু।
বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক কল্যাণ সম্পাদক ও যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা বলেন, অনেক পত্রিকার ভিড়ে পত্রিকাটি একটি নতুন কুড়ি হিসেবে যাত্রা শুরু করলো। পাঠকের প্রত্যাশা পূরন করে পত্রিকাটি পরিপূর্ণ ভাবে ফুটবে সেই প্রত্যাশ রইলো।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পত্রিকার পরিচালনা পর্যদের অন্যতম সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মতিয়ার রহমান। তিনি বলেন, সত্য কথা লিখলে পত্রিকা কখনো ধ্বংস হবে না। সত্যর কখনো ক্ষয় নেই।
সকলের পরামর্শে তিনি পত্রিকাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
পত্রিকার বিশেষ প্রতিনিধি তরিকুল ইসলাম তারেকের পরিচালনায় স্বাগত বক্তব্যে রাখেন ভারপ্রাপ্ত সম্পাদক এম. আইউব।
তিনি বলেন, নির্দিষ্ট মানুষের মধ্যে পত্রিকাটি সীমাবন্ধ রাখতে চাই না। গণমানুষের পত্রিকা হতে চাই। সমাজের যাদের কথা কেউ ভাবে না তাদের কথা তুলে ধরতে চাই। আমরা কারও প্রতিযোগি বা প্রতিদ্বন্ধি হতে চাই না। নিজেদের মতো করে এগিয়ে যেতে চাই।
শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এসএম ফরহাদ,সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি শহিদ জয়,সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান,সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজল, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, যে কোন যাত্রায় নতুত্বের কথা বলে। প্রত্যাশা আর সম্ভাবনার কথা বলে। স্থানীয় পত্রিকা টিকিয়ে রাখা অনেক কঠিন। তবে সাংবাদিকদের সঠিক মূল্যায়ন করলে পত্রিকাটি টিকে থাকবে। পত্রিকাটি যশোরের সংকট, সম্ভাবনা, মাদক ও সন্ত্রাস নিয়ে কথা বলবে এমন আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিক,সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা নতুন এই পত্রিকার সফলতা কামনা করেন। সবশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করে যশোর আমিনীয়া আলীয়া মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here