যশোর অফিস: যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলিসহ এক অস্ত্রধারীকে গ্রেফতার করেছে র্যাব-৬।
র্যাব সূত্র জানায়,র্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামি,বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং চাঞ্চল্যকর অপরাধ দমনে ধারাবাহিকভাবে কাজ করে আসছে।
এরই ধারাবাহিকতায় রোববার ভোর র্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোঃ সাকিব হাসান (২১) নামে এক অস্ত্রধারীকে গ্রেফতার করে। সে বেনাপোল পোর্ট থানার বাহাদুপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আসলাম আলী।
অভিযানকালে গ্রেফতারকৃতের বসতঘরের শয়নকক্ষ তল্লাশি করে খাটের তোষকের নিচ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি অবৈধভাবে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেছে। এ ঘটনায় সে আর্মস অ্যাক্ট, ১৮৭৮-এর ১৯(ক)/১৯(চ) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছে বলে জানায় র্যাব।
পরবর্তীতে তার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।















