শালিখায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনের ব্যাপক প্রচারণা

0
3

শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মাগুরার শালিখা উপজেলা প্রশাসন, বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও অন্যান্য দপ্তর কর্তৃক গণভোট ২০২৬ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা, উঠান বৈঠক ও প্রচারণামূলক অনুষ্ঠান করে চলেছেন৷ সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন এসব উঠান বৈঠক ও প্রচারণামূলক অনুষ্ঠানের আয়োজন করছেন৷ এ নির্বাচনে অন্যান্য সংসদ নির্বাচনের সংসদ সদস্য (এমপি) কে ভোট প্রদানের পাশাপাশি জুলাই সনদের উপর অনুষ্ঠিতব্য গণভোটের হ্যাঁ অথবা না ভোটের বিধান রাখা হয়েছে। তৃণমূল পর্যায়ে গণভোটের প্রচারণা, সাধারণ জনগণকে অবহিতকরণ এবং ব্যাপক প্রচারের লক্ষ্যে মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তর,ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সরকারি দপ্তর একযোগে কাজ করছেন। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জনসংযোগ, উঠান বৈঠক, মা সমাবেশ, কমিউনিটি সভা, মতবিনিময় সভা এবং অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার করতে নির্দেশনা প্রদান করেছেন সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন। আসন্ন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, গণভোটের প্রচারণা এবং তৃণমূল পর্যায়ে নিরবচ্ছিন্ন সমন্বয় নিশ্চিত করার বিষয়ে উপজেলা প্রশাসন ব্যাপক তৎপরতা চালাচ্ছে । উল্লেখিত কার্যক্রমের মাধ্যমে এবং সকলের সার্বিক সহযোগিতায় একটা সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ সচেতন মহল আশাবাদ ব্যক্ত করেছেন৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here