১০ বছর পর বিএনপিতে ফিরলেন আবু তাহের সিদ্দিকী

0
4

খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সিদ্দিকীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সিদ্দিকীর প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে।
আবু তাহের সিদ্দিকী বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। ২০১৫ সালের পৌর নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় বহিষ্কৃত হয়েছিলেন তিনি। দীর্ঘ দুই বছর পর ২০১৭ সালের ২১ নভেম্বর তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলেও ২৪ ঘন্টা না যেতেই এই সিদ্ধান্ত স্থগিত করে বহিষ্কার বলবৎ করা হয়। #

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here