পিস্তল ও ১৫টি ককটেলসহ যশোরের অন্যতম শীর্ষ সন্ত্রাসী গোল্ডেন সাব্বির আটক

0
4

স্টাফ রিপোর্টার, যশোর : র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা যশোরের আলোচিত ও অন্যতম শীর্ষ সন্ত্রাসী সাব্বির হোসেন ওরফে গোল্ডেন সাব্বিরকে আটক করেছে । মঙ্হলবার মধ্যরাতে চালানো এ অভিযানে তার ব্যবহৃত ফ্ল্যাট থেকে একটি পিস্তল ও ১৫টি ককটেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের একটি চারতলা ভবনের চতুর্থ তলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি। আটক সাব্বির শহরের চাঁচড়া রায়পাড়ার মশিয়ার রহমান খোকনের ছেলে।
র‌্যাব জানিয়েছে, গোল্ডেন সাব্বির দীর্ঘদিন ধরে ওই ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করছিলেন এবং সেখান থেকেই তিনি অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা করতেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব রাতের অন্ধকারে অভিযান চালিয়ে ফ্ল্যাটে ঢুকে তাকে আটক করে। রান্নাঘর থেকে একটি পিস্তল এবং খাটের পাশে লুকিয়ে রাখা ১৫টি ককটেল উদ্ধার করা হয়।
র‌্যাবের দাবি, গোল্ডেন সাব্বির দুটি হত্যা মামলাসহ মোট ১০টি মামলার আসামি। তিনি দীর্ঘদিন ধরে যশোরের অপরাধ জগতের অন্যতম শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। এর আগেও ২০২০ সালে তাকে অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার করা হয়েছিল। সে সময় তার সঙ্গে আরও দুই সহযোগীকেও আটক করা হয়। সর্বশেষ যশোর শহরের বেজপাড়া আনসার ক্যাম্পের পিছনে সন্ত্রাসী তানভীর হত্যা মামলার আসামি এই গোল্ডেন সাব্বির। বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যার ঘটনার সাথে তার সম্পৃক্ততা আছে কি না তা খতিয়ে দেখছে
তার বিরুদ্ধে আরও বড় ধরনের নাশকতার পরিকল্পনার তথ্য পাওয়া গেছে। উদ্ধার করা অস্ত্র ও ককটেল দিয়ে যে কোনো সময় বড় ধরনের সহিংসতা ঘটাতে পারতেন বলে সন্দেহ করছে র‌্যাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here