যশোরে বিটিএইচের বর্ণাঢ্য পিঠা উৎসব নিয়ে সংবাদ সম্মেলন

0
4

যশোর অফিস : বাংলার ঐতিহ্যবাহী পিঠার সঙ্গে শিশুদের পরিচয় করিয়ে দিতে যশোরে আয়োজন করা হচ্ছে ‘বিটিএইচ পিঠা উৎসব–২০২৬’। এ উপলক্ষে বুধবার বিকেলে শহরের লালদিঘি পাড়ে স্কুল আঙিনায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে শিশুদের স্কুল ব্রাদার টিটো’স হোম (বিটিএইচ)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৭ জানুয়ারি দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা পর্যন্ত যশোর শহরের আরএন রোড ক্রীড়াচক্র মাঠে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবে শিশুরা মায়ের সঙ্গে বাড়িতে পিঠা তৈরি করে সেই পিঠা নিজ হাতে স্টলে বসে বিক্রি করবে।
লিখিত বক্তব্যে বলা হয়, উৎসবের প্রতিপাদ্য— ‘খুব কম বাচ্চাই পিঠা বোঝে, আমাদের বাচ্চাদের পিঠা চেনাই’। প্রায় অর্ধশত স্টলে বিটিএইচ শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেবেন। এর মাধ্যমে শিশুদের সৃজনশীলতা বিকাশ ও পারিবারিক শ্রমের মূল্যবোধ শেখানোই এ আয়োজনের মূল লক্ষ্য।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, উৎসবে যে কোনো ধরনের দেশি পিঠা প্রদর্শন ও বিক্রি করা যাবে, তবে অবশ্যই সন্তানকে সঙ্গে নিয়ে তৈরি করা পিঠা থাকতে হবে। ‘বিটিএইচ বেস্ট পিঠা মেকার–২০২৬’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পাবেন ট্রফিসহ ৬ হাজার টাকা, প্রথম রানারআপ ৪ হাজার ও দ্বিতীয় রানারআপ ৩ হাজার টাকা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উৎসব সমন্বয়ক ব্রাদার টিটো, বিটিএইচের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা। লিখিত বক্তব্য পাঠ করেন বিটিএইচ শিক্ষক ওয়াহিদা আহমেদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here