যশোর অফিস : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণভোট বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর মক ভোটিং কর্মসূচি।
বুধবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান নিজে ভোট প্রদান করে মক ভোটিংয়ের উদ্বোধন করেন।
কর্মসূচিতে নারী ও পুরুষ ভোটাররা পৃথক লাইনে দাঁড়িয়ে নিয়ম মেনে ভোট দেন। সাধারণ নির্বাচনের মতোই ভোটগ্রহণ কর্মকর্তা, পোলিং এজেন্ট ও ব্যালট পেপার ব্যবহার করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য গণভোটের ব্যালট পেপারের নমুনা ব্যবহার করে এ মহড়া পরিচালিত হয়।
আয়োজকদের মতে, এ ধরনের মক ভোটিংয়ের মাধ্যমে ভোটারদের ভোট প্রদান প্রক্রিয়া সম্পর্কে বাস্তব ধারণা তৈরি হয় এবং গণভোটে অংশগ্রহণে আগ্রহ ও সচেতনতা বাড়ে। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে।















