মোঃ হাচিবুর রহমান,কালিয়া ( নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলার ছোট কালিয়া এলাকায় বো”মা স’দৃ’শ বস্তু বি”স্ফো”রণে মোঃ আলিফ মোল্লা নামের এক চতুর্থ শ্রেণীর ছাত্র আহত হয়েছে।
আহত আলিফ কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
সে জয়নগর গ্রামের বাসিন্দা প্রবাসী রাচ্ছু মোল্লার ছেলে ও ছোট কালিয়া কওসার মোল্লার ভাড়াটিয়া।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ) সকাল আনুমানিক ১১টার দিকে বোমা সদৃশ বস্তুর বি”স্ফো”রণ ঘটে।
আহত আলিফের মা সাথী বেগম বলেন,পাশের বাড়ির রানু বেগমের বাড়ির বাড়ান্দায় কে বা কারা একটি বাজারের ব্যাগ রেখে যায়।সেই ব্যাগটি রানু বেগম পাশে বাগানে রেখে আসে।পরে রানু বেগমের ছেলে আমার ছেলেকে ডেকে নিয়ে যায় ঐ ব্যাগটি দেখানোর জন্য।ব্যাগের ভিতর লাল একটি বোমা সদৃশ বস্তু দেখে হাতে নিয়ে দেখতে গেলে বস্তুটির গায়ে টোন সুতা ধরে টান দিলে বিকট শব্দে বস্তুটির বিস্ফোরণ ঘটে।
কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও প্রার্থ এবিষয়ে বক্তব্য দিতে রাজি হননি।তিনি বলেন স্যার বক্তব্য দিতে নিষেধ করেছে।
কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলি বলেন, ঘটনার পরই আমরা ঘটনাস্থল পরিদর্শকন করি। বোমা সদৃশ বস্তুু বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। বিস্ফোরিত কিছু অংশ পরিক্ষার জন্য আমার সংগ্রহ করেছি।পরিক্ষা শেষ না হলে এটা কোন ধরনের বোমা বলা সম্ভব নয়।















